সৌদি আরবে ঈদ কবে, জানা যাবে আজ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ১৫:৪৯
শেয়ার :
সৌদি আরবে ঈদ কবে, জানা যাবে আজ

চলছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখা সাপেক্ষ রমজান মাস শেষে অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করে মুসলিমরা। তাই ঈদ উদ্‌যাপনের লক্ষ্যে আজ শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে বসবে সৌদি আরব।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ সৌদি আরবে ২৯ রমজান চলছে।  যদি আজ সন্ধ্যায় সেখানে চাঁদ দেখা যায়, তবে আগামীকাল রবিবার ঈদ উদ্‌যাপন হবে। আর আজ চাঁদ না দেখা গেলে রবিবারও রোজা পালন করে আগামী সোমবার ঈদ উদ্‌যাপন করবেন সৌদি আরবের বাসিন্দারা।  

আজ চাঁদ দেখতে গত বৃহস্পতিবার সৌদি আরববাসীকে অনুরোধ করে দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের পক্ষ থেকে বলা হয়, যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে তা যেন নিকটস্থ আদালত বা রেজিস্ট্রারে অবগত করবেন।

এদিকে, সৌদি আরবের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির বিজ্ঞানীরা এ দাবি করলেও রাষ্ট্রীয়ভাবে তা এখনো ঘোষণা করা হয়নি।