মঠবাড়িয়ায় কৃষিজমিতে মিলল স্কুলছাত্রের মরদেহ

মঠবাড়িয়া প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ১৩:২৬
শেয়ার :
মঠবাড়িয়ায় কৃষিজমিতে মিলল স্কুলছাত্রের মরদেহ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান হোসেন ধলু (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের একটি ধানক্ষেতের পাশে নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোর ইমরান উপজেলার বাদুরতলী গ্রামের মনির হোসেন আকনের ছেলে। সে গতকাল শুক্রবার বাড়ি থেকে ইফতার সেরে আর ঘরে ফেরেনি ।

নিহত ইমরান স্থানীয় সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে লেখাপড়া করছিল। তার মৃত্যু রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। 

নিহত ইমরান এর আপন চাচা ফারুক হোসেন আকন জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে পরিবারের স্বজনদের সঙ্গে ইফতার শেষে স্কুলছাত্র ইমরান বাইরে ঘুরতে বের হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি। রাতভর স্বজনরা তাকে খুঁজে পায়নি। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় কৃষকরা ধানক্ষেতের ভেতর একটি নালার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল হতে ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মানুষ ঘটনা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। স্কুলছাত্রের মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’