পদ্মায় ধরা পড়ল ১৫ কেজির কাতলা মাছ

রাজবাড়ী প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ১২:৩১
শেয়ার :
পদ্মায় ধরা পড়ল ১৫ কেজির কাতলা মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ১৫ কেজি। 

আজ শনিবার ভোরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে ইসাহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে জেলে ইসাহাক হালদার বলেন, ‘ভোররাত থেকে সঙ্গীদের নিয়ে দৌলতদিয়ার পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান দিলে একটি বড় কাতলা মাছ জালে আটকা পড়ে।পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের আড়তে নিয়ে আসলে ওজন দিলে দেখা যায়, মাছটির ওজন ১৫ কেজি।

এরই মধ্যে মাছটিকে সাড়ে ২২ হাজার টাকায় কিনে নিয়েছেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মৃধা। তিনি বলেন, ‘সকালে ১৫ কেজি ওজনের কাতলা মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৫০০ টাকা কিনে নিই।’

মাছ বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। সামান্য লাভ পেলেই মাছটি বিক্রি করা হবে বলে জানান এই ব্যবসায়ী।