বর্ণাঢ্য আয়োজনে ঈদের ‘ইত্যাদি’

বিনোদন সময় প্রতিবেদক
২৯ মার্চ ২০২৫, ০০:০০
শেয়ার :
বর্ণাঢ্য আয়োজনে ঈদের ‘ইত্যাদি’

বর্ণাঢ্য আয়োজনে নির্মিত হলো ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গান দিয়ে আয়োজন শুরু হবে। মেহেদীর সংগীতায়োজনে গান পরিবেশন করবেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী। দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। সঙ্গে রয়েছেন এই প্রজন্মের ১০ শিল্পীÑ ইমরান মাহমুদুল, রাজিব, অয়ন চাকলাদার, রাশেদ, সাব্বির জামান, সিঁথি সাহা, অবন্তী সিঁথি, আতিয়া আনিসা, মালিহা তাবাসসুম খেয়া ও সানিয়া সুলতানা লিজা।

আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। ইনামুল তাহসিনের কথায় এটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমির কণ্ঠে শোনা যাবে একটি গান। কবির বকুলের কথায় এটির সুর ও সংগীতায়োজনে ইমরান মাহমুদুল। ভিন্ন আঙ্গিকের নাচে অংশগ্রহণ করেছেন সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা।

অনলাইনকেন্দ্রিক তিনটি ভিন্ন ঘটনা সুরে সুরে তুলে ধরেছেন শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, এফএস নাঈম-নাদিয়া আহমেদ এবং ইন্তেখাব দিনার-বিজরী বরকতউল্লাহ দম্পতি। মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপড়েন নিয়ে নির্মিত আরেকটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র‌্যাপ শিল্পী মাহমুদুল হাসান।

সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় ‘দেখার চোখ ও বিবেকের চোখ’ নিয়ে। এই পর্বে অংশগ্রহণ করেছেন তৌসিফ মাহবুব ও শবনম বুবলী। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদী এবং কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া। নৃত্য পরিচালনা করেছেন মামুন।

এ ছাড়াও থাকছে বিদেশিদের নিয়ে আয়োজন, দর্শক পর্ব, নাতি ও কাশেম টিভির রিপোর্টারের পর্বসহ ঈদ ঘিরে সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর ডজনখানেক নাট্যাংশ।

এসব পর্বে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীরা। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। শিল্প নিদের্শনা করেছেন মুকিমুল আনোয়ার মুকিম। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচার হবে।