অপূর্ব-ফারিণের ‘এক ধ্রুবতারা’
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবারের ঈদে একাধিক নাটকে দেখা যাবে তাকে। এর মধ্যে একটি ‘এক ধ্রুবতারা’। এতে তার বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। সৈয়দ শাকিলের পরিচালনায় দীপ্ত টিভিতে ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় নাটকটি প্রচারিত হবে।
গল্পে দেখা যাবে, অনিক একটি প্রাইভেট ফার্মে চাকরি করে। কারও সঙ্গে তার ঝামেলা নেই, ঝগড়া নেই। কিন্তু তার পরও দুনিয়ার সব সমস্যার কেন্দ্রবিন্দুতে থাকে সে! কারণ অনিক প্রচুর কনফিউজড একটি ছেলে। যেমন- বাসা থেকে বাইরে বের হওয়ার সময় দুই জোড়া জুতা হাতে নিয়ে বসে থাকে। রাস্তায় নেমে কোন রিকশায় উঠবে, ঠিক করতে পারে না। মাঝে মাঝে রাস্তা হারিয়ে ফেলে। অফিসে পৌঁছতে দেরি হয়। বন্ধুদের আড্ডা, বিয়ের অনুষ্ঠান, বার্থডেসহ সব জায়গায় যেতেই দেরি, ফলে বিভিন্ন সমস্যা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
একদিন ভার্সিটি যাওয়ার পথে রিকশার কনফিউশনে পড়ে রাস্তায় একা দাঁড়িয়ে থাকে অনিক। স্কুটিতে করে আসা তনিমা তাকে লিফট দেয়। দুজনের কথা হয় রাস্তায়। অনিকের ভালো লাগে তনিমাকে। কিন্তু সে জানে না, তনিমা হচ্ছে তার ঠিক উল্টো স্বভাবের।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা