নেদারল্যান্ডসে ছুরি হামলা, আহত ৫
নেদারল্যান্ডনের গুরুত্বপূর্ণ শহর অ্যামস্টারডমের সিটি সেন্টারে এক ছুরি হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের আঘাত গুরুতর। গতকাল বৃহস্পতিবার সিটি সেন্টারের সেন্ট নিকোলাস স্ট্রিটে ঘটনাটি ঘটে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন কোনো প্ররোচনা ছাড়াই হঠাৎ হামলা চালায় অভিযুক্ত।
ডাচ পুলিশ জানিয়েছে, ‘আহতদের মধ্যে একজন ৬৭ বছরের নারী এবং ৬৯ বছরের পুরুষ আছেন। তারা দুজনেই মার্কিন নাগরিক। এ ছাড়াও বেলজিয়ামের এক ৭৩ বছরের নারী, পোল্যান্ডের এক ২৬ বছরের পুরুষ এবং অ্যামস্টারডমের একও ১৯ বছরের নারী এই আক্রমণের শিকার হয়েছেন।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
প্রত্যক্ষদর্শীর তৎপড়াতায় কাবু হয়ে পড়ে আক্রমণকারী, পরে আটক করে পুলিশ।
ডাচ সংবাদমাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন একজন অল্পবয়সী মেয়েকে পিছন থেকে ছুরি মেরে অপরাধী পালানোর চেষ্টা করে। অ্যামস্টারডমের দৈনিক হেট পার্লকে সেই প্রত্যক্ষদর্শী বলেন, "আহতের কাঁধের পিছন থেকে একটা ছুরি আমি প্রায় চার ইঞ্চি বেরিয়ে থাকতে দেখেছি।"
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ডাচ পুলিশের মতে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী আক্রমণকারীকে কাবু করেন। এর পর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ তিনি এক পায়ে চোট পেয়েছেন বলে জানানো হয়।
আক্রমণের কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাস্থল ঘিরে রাখলেও পরে তা খুলে দেওয়া হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস