পদ্মায় জেলের জালে ধরা পড়ল বিশাল চিতল!
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৭ কেজি ওজনের একটি বিশাল চিতল মাছ। আজ শুক্রবার সকালে মাছটি বিক্রয়ের জন্য আরিচা মৎস্য আড়তে নিয়ে গেলে মাছটি তাসপ হালদার নামের মাছ ব্যবসায়ী জেলের কাছ থেকে মাছটি কিনে নেন।
মাছ ব্যাবসায়ী তাপস হালদার দৈনিক আমাদের সময়কে বলেন, পদ্মার চিতল মাছের অনেক চাহিদা। পদ্মায় চিতল মাছ খুব বেশি জেলেদের জালে ধরা পড়ে না। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মালুচি ঘাট এলাকা থেকে এক স্থানীয় জেলের চাক জালে প্রায় ৭ কোজি ওজনের চিতল মাছটি ধরা পড়ে।
মাছটি আরিচা মৎস্য আড়তে নিয়ে আসলে মাছটি আমি কিনি। পরে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে ১৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশ, চিতল, বাঘাইড়, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু বড় চিতল মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না।