বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ১২:৩০
শেয়ার :
বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

গাজীপুরে টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। আজ শুক্রবার সকাল থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করে আসছেন। ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন,মার্চ মাসের অর্ধেক বেতন,সেই সাথে ঈদ বোনাসের টাকা পরিশোধের জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে জানানো হয়। তারপরেও গতকাল সারাদিন পেরিয়ে গেলেও রাত পর্যন্ত প্রতিষ্ঠানটি তাদের দাবি পরিশোধ না করার কারণে তারা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন।

প্রতিষ্ঠান কর্মরত শ্রমিক,মৌসুমী, রুবেল,সজল বলেন,প্রতিষ্ঠানটি তাদেরকে দিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করিয়ে প্রতিষ্ঠানের সকল কাজ শেষ করিয়ে নেওয়ার পরও তাদের বেতন বোনাস নিয়ে টালবাহানা করছে। গতকাল বৃহস্পতিবার সারাদিন বেতন বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাত ৯ টা পর্যন্ত কাজ করিয়েছে। তারপরও কারখানা কর্তৃপক্ষ বেতন বোনাস পরিশোধ করেনি। 

এ সময় তারা কান্না জড়িত কন্ঠে বলেন আমাদেরও তো পরিবার আছে, সংসার আছে, এই বেতনের টাকা দিয়ে ঈদ করবো,কিন্তু এখন আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানের ব্যবহৃত মুঠোফোনে ফোন দেওয়ার পর নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন ‘আমাদের সময়’ কে জানান, ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা রয়েছে। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করার চেষ্টা চলছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় একই দাবিতে একই প্রতিষ্ঠানের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। শাখা রাস্তার মাঝখানে কাঠ এবং টায়ার পুড়িয়ে সড়ক টি অবরোধ করে রাখে।