নারায়ণগঞ্জে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ১১:৪৯
শেয়ার :
নারায়ণগঞ্জে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জে নিজ বসত ঘরে আগুনে পুড়ে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম নন্দলালপুর অলি হাজির ইটভাটার সামনে থাকা বসত ঘড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। 

অগ্নিকাণ্ডের সময় প্রতিবন্ধী যুবক মো. সুরুজ আলী(২০) ঘর থেকে বের হতে পারেনি। এতে করে নিজ ঘরেই আগুনে পুড়ে মারা যায় সে। নিহত সুরুজ ফতুল্লার নন্দলালপুর এলাকার মৃত ফিরোজ আলির ছেলে।

জানা যায়, নিহত সুরুজের মা শাহিদা কুপি বাতি জ্বালিয়ে ছেলেকে ঘরে রেখেই দেকানে যান। পরে আগুনের খবর পেয়ে ঘরের সামনে আসেন। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতার কারণে চেষ্টা করেও প্রতিবন্ধি সুরুজকে ঘর থেকে বের করা যায়নি। যার কারণে ঘরের মধ্যেই আগুনে পুড়ে মারা যায় সে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে নিহত সুরুজের লাশ উদ্ধার করে বলে জানান স্থানীয়রা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল- আরেফিন জানান, ফতুল্লায় একটি বসত ঘরে কুপি থেকে লাগা আগুনে পুড়ে সুরুজ নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আগুনের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের পাগলা স্টেশনের একটি দল সেখানে যায়। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 

ফতুল্লা থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিতে চাইলে এলাকাবাসী ও স্বজনদের দাবির প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করে পুলিশ।