নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫, ২২:৪৫
শেয়ার :
নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে

গেট খুলে দিতে দেরি হওয়ায় মহাস্থান গড়ের নিরাপত্তাকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। গত ২৫ ডিসেম্বর বিকেল ৫টার পর মহাস্থান গড় এলাকায় জাহাজঘাটা প্রত্নস্থলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা ২৬ মার্চ শিবগঞ্জ থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন।

তিনি জানান, রমজান মাস উপলক্ষে মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল খোলা রাখার সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ২৫ মার্চ বিকেল ৫টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচয়ে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি প্রত্নস্থল জাহাজঘাটার ফুল ফটকে আসেন। তাদের একজন আমাকে ফোন করে জাহাজঘাটায় প্রবেশের অনুমতি চান। মহাস্থান জাদুঘর থেকে জাহাজঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিট দেরি হয়। গেট খুলে দেওয়ায় কিছুটা দেরি হওয়ায় তারা ভিতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে এরোপাথারী মারধর করেন। তারা চলে যাওয়ার সময় মোবাইল ফোনে জাদুঘরের কাস্টোডিয়ানসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীদেরকে চাকরিচ্যুত করার হুমকি দেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা সংগঠক মৃদুল হোসাইন খন্দকার বলেন, ২৫ মার্চ ঢাকা থেকে এনসিপির কিছু নেতাকর্মী মহাস্থান বেড়াতে এসেছিলেন বলে শুনেছি। তবে সেখানে কাউকে মারধর করা হয়েছে বলে আমার জানা নাই।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, মহাস্থানগড় জাদুঘরের কাস্টোডিয়ান এ সংক্রান্ত বিষয়ে থানায় জিডি করেছেন। আমরা তদন্ত করে দেখছি কারা ঘটনা ঘটিয়েছে।