পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫, ২১:১৪
শেয়ার :
পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর মধ্যমপাড়া গ্রামে হিচ্ছি পুকুরে এ ঘটনা ঘটে। নিহতরা আপন খালাতো ভাই-বোন।

নিহতরা হলেন, ফেনীর বিপ্লবের ছেলে রাব্বি ২৩ মাস ও মক্রবপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে জান্নাত ৩ বছর। ওই গ্রামের এমরান হোসেনের নাতি ও নাতনী।

এমরান হোসেন জানান, সকালে পরিবারের অজান্তে খালাতো ভাই-বোন পুকুরে ডুবে মারা যায়। এরপর পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ১২টার দিকে পুকুরের পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখা যায়। এরপর তাদেরকে উদ্ধার করা হয়। নাতি রাব্বি ও তার মা গত ১৫ দিন আগে বেড়াতে এসেছিল।

স্থানীয় জাকের হোসেন (৫৫) জানান, সকালে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। এ নিয়ে গত ১০ বছরে হিচ্ছি পুকুরে ডুবে ৫ জনের মৃত্যু হলো।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।