আর্নিকের ‘করি না টিকটক’
দীর্ঘদিন পর আসছে আর্নিকের নতুন গান। আদিব কবিরের সুরে, কাশতান হাবিবের কথায় প্রকাশ হচ্ছে ‘করি না টিকটক’ শিরোনামের গানটি। এটি প্রকাশ হবে ধ্রুব মিউজিক স্টেশন’র ব্যানারে। গানটিতে আরও আছেন এ সময়ের আলোচিত র্যাপার রিজান। গানটি প্রকাশিত হচ্ছে মিউজিক ভিডিওসহ।
টিকটকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে পপ ধাঁচের এ গানটির চিত্রায়নে মডেল হয়েছে বর্তমানে টিকটকের সুপারস্টার আনফি সিনহা। ভিডিওটি নির্মাণ করেছেন সোহেল রাজ। এর সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জুয়েল মোর্শেদ। গানটি নিয়ে শিল্পীরা সবাই বেশ আশাবাদী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বর্তমান সময়ে বিশ্বব্যাপী টিকটক জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। সেই ভাবনা থেকেই গানটি তৈরি করা এবং সবার আশা ২০২৫-এর সফল একটা গান হবে ‘করি না টিকটক’।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আগামীকাল শুক্রবার গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। সেই সাথে টিকটক, স্পটিফাই, ইউটিউব মিউজিক, অ্যাপেল মিউজিকসহ আরও ১৫০ টিরও বেশি অনলাইন স্ট্রিমিং সাইটে পাওয়া যাবে গানটি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’