ঈদযাত্রার চতুর্থ দিন /
কমলাপুরে যাত্রী বেড়েছে, ট্রেন ছাড়ছে সময়মতো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিটে ঈদযাত্রা শুরু হয়েছে গত সোমবার থেকে।
আজ বৃহস্পতিবার ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন। গত ১৭ মার্চ যারা টিকিট কিনেছেন, তারা আজ বৃহস্পতিবার ট্রেনে যাত্রা করছেন।
এবারের ঈদে সারাদেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচজোড়া বিশেষ ট্রেন। এছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার এবং মেইল ট্রেনও চলাচল করছে।
গত কয়েক দিনের তুলনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ যাত্রী বেড়েছে। সকাল থেকে সব ট্রেনই ছেড়েছে নির্দিষ্ট সময়ে। কিছুটা বিলম্ব হয়েছে শুধু চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে এবারের ঈদযাত্রায় ট্রেনের সূচি বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনযোগে ঈদযাত্রা করেন। এ কারণেই বাড়তি নজর রয়েছে কমলাপুরে। যাত্রীদের নিরাপদ যাত্রা সফল করতে আমরা বদ্ধপরিকর।
ঈদযাত্রায় ট্রেনের ছাদে চড়া নিষেধ
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। সম্প্রতি তিনি কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি বলেন, ‘এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্টেশনে কোনো মই ও টুল থাকবে না। আশা করব, ২৭ তারিখ থেকে মই ও টুল আপনারা স্টেশনে দেখতে পাবেন না।’
রেলসচিব বলেন, ‘ট্রেনের ছাদে ভ্রমণ করা যাবে না। এটা বিশেষভাবে আলোচনা হয়েছে। এর আগে আপনারা দেখেছেন, মই ও টুল ব্যবহার করে ছাদে উঠে যেতেন। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্টেশনে কোনো মই ও টুল থাকবে না। আশা করব, ২৭ তারিখ থেকে মই ও টুল আপনারা স্টেশনে দেখতে পাবেন না।’
ঈদযাত্রায় চলবে ১০টি বিশেষ ট্রেন
ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শেষ হয়েছে গত বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫। এদিকে গত সোমাবার, ২৪ মার্চ ঈদের অগ্রিম টিকেট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছেন।
এবার ঈদে ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করছে রেলওয়ে। এসব ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম থেকে চাঁদপুর, ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, গাজীপুরের জয়দেবপুর থেকে পার্বতীপুর পথে চলাচল করবে। ঈদ উপলক্ষে রেলের বিদ্যমান আন্তঃনগর ট্রেনগুলোর সঙ্গে আরও ৪৪টি নতুন কোচ যুক্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।