‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা

বিনোদন সময় প্রতিবেদক
২৭ মার্চ ২০২৫, ০০:০০
শেয়ার :
‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা

আগামী ঈদুল আজহায় ‘তাণ্ডব’ নিয়ে আসছেন রায়হান রাফী। ইতোমধ্যে শুটিং শুরু করেছেন শাকিব খান। আগামীকাল নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশের।

সিনেমার শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন, তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘তাণ্ডব’-এ ঢালিউড কিংয়ের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এটিই হতে যাচ্ছে তার প্রথম সিনেমা।

সিনেমার বিশেষ একটি চরিত্রে কাজ করবেন জয়া আহসান। ‘তাণ্ডব’-এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান।