দুর্নীতিমুক্ত বিশ্বমানের দেশ গড়তে চাই: সারোয়ার ওয়াদুদ চৌধুরী
দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেছেন, ‘দুর্নীতিমুক্ত বিশ্বমানের একটি দেশ গড়তে চাই।’
আজ বুধবার মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তিনি এ কথা বলেন।
শহীদ বেদীতে শপথ নিয়ে তিনি বলেন, ‘মানব সৃষ্টির মহান উদ্দেশ্য প্রতিপালন, বাবা আদম ও মা হাওয়া (আঃ) থেকে সৃষ্ট সকল ধর্মের অনুশাসন ‘দেশপ্রেম ইমানের অঙ্গ’, ‘দেশকে গড়তে হলে-সবার আগে নিজকে গড়ো’, ‘নিজকে শুদ্ধ করি-দুর্নীতিমুক্ত দেশ গড়ি’ পরকালীন মুক্তির কথা চিন্তা করে দেশের এই ক্রান্তিকালে, দুর্নীতি নির্মূল, দেশের জনগণের জান মালের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, বাজার মূল্য নিয়ন্ত্রণ, প্রকৃত গণতন্ত্র ও স্বচ্ছ ভোটাধিকার প্রতিষ্ঠায় নোবেল লরিয়েট, বিশ্ববরেণ্য অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রীয় সংস্কার জরুরি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, ‘চিরদিনের জন্য স্বৈরশাসকমুক্ত নৈতিক মানবিক সাম্য সামাজিক ন্যায়বিচার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায়- দুর্নীতি করবো না-কাউকে দুর্নীতি করতে দিবো না।’
তিনি দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির গ্রাম, ইউনিয়ন, পৌরসভা, জেলা, বিভাগীয়, ঢাকা মহানগর সহ প্রবাসে কমিটি গঠনের জন্য দেশপ্রেমিক জনগণকে অনুরোধ জানান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ সময় আরও উপস্থিত ছিলেন- সাবেক বিচারপতি এমদাদুল হক আজাদ, অধ্যাপক ডক্টর সৈয়দ মো. শামছুদ্দিন, সাবেক রাষ্ট্রদূত ডক্টর রফিকুল ইসলাম, ডক্টর প্রকৌশলী লুৎফর রহমান, উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম, প্রকৌশলী মনির আহমেদ, আবুল কালাম আজাদ, কবি কাজী আলম, অধ্যক্ষ রিক্তার হোসেন, মজিবর রহমান শ্যামল প্রমুখ।