স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি চট্টগ্রাম নগর বিএনপির শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। আজ বুধবার সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর দুপুর ১২টায় বিপ্লব উদ্যানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ‘২৬ মার্চ বাঙালি জাতির গৌরবময় এক অধ্যায়। এই দিনে আমরা স্বাধীনতার জন্য লড়াই শুরু করেছিলাম, যা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে পরিণত হয়। আমাদের দায়িত্ব হলো শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকা।’
তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, আজ অনেকেই স্বাধীনতার প্রকৃত ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জনগণকে সাথে নিয়ে সত্যের পক্ষে, স্বাধীনতার প্রকৃত ইতিহাস রক্ষায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, নগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, ইসকান্দর মির্জা, মুজিবুল হক, কামরুল ইসলাম, মশিউল আলম স্বপন, মোহাম্মদ জাফর আহম্মদ, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম এ সবুর, নুরু উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসাসহ নগর বিএনপির নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণের পর বাদ যোহর চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় অফিস সংলগ্ন নাসিমন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির নেতা ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা এ সময় মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।