পদ্মায় ধরা পড়ল কালো আইড়

রাজবাড়ী প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, ১৯:৪২
শেয়ার :
পদ্মায় ধরা পড়ল কালো আইড়

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কালো রংয়ের আইড় মাছ। আজ বুধবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জেলে কবির হোসেনের জালে মাছটি ধরা পড়ে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ১২ কেজি ১০০ গ্রাম।

মাছটি ধরার পর দৌলতদিয়া ফেরি ঘাটের মাছের আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। কালো আকৃতির এই মাছটিকে অনেকে ‘ব্লাক ডাইমন্ড’ নামেও ডাকতে শুরু করেন।

পরে নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।

মাছ ব্যবসায়ী শাজাহান মিয়া সম্রাট বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ার ফলে এখন প্রায় প্রতিদিনই জেলেদের জালে এমন বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এতে হাসি ফুটছে জেলে পরিবারের।

তিনি আরও জানান, বিশাল আকৃতির এ কালো আইড় মাছটিকে ২৪ হাজার টাকায় কিনে নেওয়ার পর ২৫ হাজার ২০০ টাকায় গাজীপুরে এক শিল্পপতির কাছে বিক্রি করা হয়েছে।