সুব্রত চৌধুরীকে দেখতে ল্যাবএইড হাসপাতালে রিজভী
গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ বুধবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান তিনি।
হাসপাতালে সুব্রত চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন- দলটির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবির।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে সকালে ফুসফুসের প্রদাহে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সুব্রত চৌধুরী। বর্তমানে ওই হাসপাতালের ড. বরেন চক্রবর্তী তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। তিনি জানান, সুব্রত চৌধুরী এখন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।