শাকিব খানের ‘বরবাদ’র জন্য মানববন্ধন
আসন্ন ঈদে মুক্তির তালিকায় আছে বেশ কিছু সিনেমা। এর মধ্যে চারটি সিনেমা নিয়ে চলছে আলোচনা। এগুলো হলো- ‘জ্বীন ৩’, ‘জংলি’, ‘দাগি’ ও ‘বরবাদ’। এর মধ্যে তিনটি সিনেমা মুক্তির জন্য অনুমতি দিয়েছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড। এখন শুধু বাকি শাকিব খানের ‘বরবাদ’।
খোঁজ নিয়ে জানা যায়, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’। নির্মাতার পক্ষ থেকে ‘সর্বজনীন’ সার্টিফিকেট চাওয়া হয়নি। তারা চেয়েছেন ‘অ্যাডাল্ট’ সার্টিফিকেট। কিন্তু সার্টিফিকেশন বোর্ড সেটি না করে, সিনেমার কিছু দৃশ্যের কর্তন দিয়েছে।
এদিকে, ‘বরবাদ’র আনকাট সেন্সরের দাবিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করছে শাকিব ভক্তরা। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বেশকিছু শাকিবিয়ানরা একসঙ্গে জড়ো হন। ব্যানার প্ল্যাকার্ড হাতে তারা দাবি তোলেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আটকে থাকা ‘বরবাদ’ অনতিবিলম্বে কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে!
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জানা গেছে, অতিরিক্ত ভায়োলেন্স দৃশ্য থাকায় সার্টিফিকেশন বোর্ডের আপত্তির মুখে পড়ে ‘বরবাদ’। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। রাতেই মানববন্ধনের ডাক তোলে শাকিব ভক্তরা।
শাকিবের ভক্তরা জানায়, সেন্সর বোর্ড পরিবর্তন করে সার্টিফিকেশন বোর্ড হওয়ার পরেও কেন দৃশ্য কর্তন করতে হবে? গ্রেডিং সিস্টেমের আওতায় ‘বরবাদ’কে মুক্তির অনুমতির দেওয়া হউক।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সেই সঙ্গে কয়েকমাস আগে ‘ভয়াল’ নামে একটি এডাল্ট সিনেমা সনদ পেলেও ‘বরবাদ’-এ এমন কোন দৃশ্য না থাকার পরও সার্টিফিকেশন বোর্ড থেকে কেন কর্তন করতে বলছে? এমন প্রশ্ন রেখে শাকিবের ‘বরবাদ’ গ্রেডিং করেই সনদ দেওয়া আহ্বান জানান তারা।
মানববন্ধনে আগতদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা দেখা যায়, এক দফা এক দাবি, বরবাদের মুক্তি চাই। এছাড়া তারা স্লোগান তোলেন, জনে জনে খবর দে, সেন্সর প্রথার কবর দে!
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছে শাহরিন আক্তার সুমি। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।