আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ মঙ্গলবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে দুপুর দেড়টায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই স্থানে দুপুর পৌনে ২টায় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন তিনি। এ ছাড়া দুপুর সোয়া ২টায় সচিবালয়ে নিজ দফতরে প্রাক-বাজেট আলোচনায় অংশ নেবেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিএনপির কর্মসূচি
দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বেলা ১১টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকেল সাড়ে ৪টায় পুরানা পল্টনে ওয়েস্টন হোটেলে লেবার পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
এনসিপির কর্মসূচি
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গেন্ডারিয়ায় সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর ওয়ারী জোনের ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ও যুগ্ম সংগঠক এস এম শাহরিয়ার।