ঈদে ছোটপর্দায় ‘রাজকুমার’
ঈদের আগের দিনসহ এ বছর মোট ৮ দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে ৭টি সিনেমার টিভি প্রিমিয়ার। এর মধ্যে উল্লেখযোগ্য শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে এটি প্রচার হবে।
হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমুখ। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রাজকুমার’।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এ সিনেমা ছাড়াও শাহ আলম কিরণ পরিচালিত রঙিন ‘সুজন সখি’, শামীম আহমেদ রনীর ‘বিক্ষোভ’, ইফতেখার চৌধুরীর ‘অ্যাকশন জেসমিন’, শামীম আহমেদর রনীর ‘বুবুজান’, ছটকু আহমেদের ‘আহারে জীবন’, মনতাজুর রহমান আকবরের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল