ভাড়াটিয়ার মারধরে প্রাণ গেল বাড়ির মালিকের
রাজধানীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাড়াটিয়ার মারধরে মনি বেগম (৩৫) নামে বাড়ির মালিক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে কড়াইল বস্তিতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মনি বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাত পৌনে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ফারুক বলেন,‘মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
নিহতের স্বামী মো. আনিস বলেন, ‘আমার স্ত্রীর থেকে মাসখানিক আগে ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন ভাড়াটিয়া সুলতান। তিনি সময় মতো আমাদের টাকা ফেরত দিচ্ছিলেন না। আজ ঐ টাকা চাওয়াকে কেন্দ্র করে সুলতানের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে সুলতান আমার স্ত্রীর তলপেটে লাথি দেয়। এতে আমার স্ত্রী পড়ে যায়। পরে তার স্ত্রী মমতাজ, মেয়ে মুন্নি ও ছেলে মনির আমার স্ত্রীকে মারধর করে ফেলে রাখে চলে যায়। আমার স্ত্রীকে আহত অবসস্থায় হাসপাতালে নিয়ে যাই।’
তিনি আরও বলেন, ‘ঐ ভাড়াটিয়ার পরিবারের সদস্যরা আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানা গিয়েছিলেন। পরে সেখানে তাদেরকে আটক করা হয়েছে। ’
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। আমাদের এখানে কয়েকজন এসেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
নিহত মনি বেগমের গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার গাজীর খামার এলাকায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?