চোরাই মোটরসাইকেল চক্রের প্রধান শিক্ষক গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেল বেচাকেনা চক্রের প্রধান অভিযোগে মো. সাইদুল ইসলাম (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সাইদুল মাদ্রাসাশিক্ষক।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাইদুল ইসলাম পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের বায়তুন নূর হাফিজিয়া মডেল মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং দারুল কোরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি জয়গ্রামের কুরবান আলী মোল্লার ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে সুজুকি গ্যালাক্সার এসএফ ১৫৫ সিসির সিলভার রংয়ের একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। (যার রেজি নং-ঢাকা মেট্রো-ল-১৬-৬৭৬৫)। চোরাই মোটরসাইকেল বেচাকেনা করায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা করা হয়েছে। তাকে সোমবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।