ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ-বিবাহিতরা, পদবঞ্চিতদের বিক্ষোভ
সরকারি মুজিব কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ, অছাত্র ও বিবাহিতদের দিয়ে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। আজ সোমবার সকালে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ শেষ করে জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সভা করেন পদবঞ্চিত ওই ছাত্রদল নেতা।
এর আগে গতকাল রবিবার রাতে সরকারি মুজিব কলেজ, বামনী কলেজ, চৌধুরী হাট ডিগ্রি কলেজ ও বসুরহাট ইসলামীয়া কামিল মাদ্রাসার ছাত্রদলের কমিটির অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির।
পদবঞ্চিত ছাত্রদল নেতারা বসুরহাট মুজিব কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি প্রত্যাখান করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করেন। এ সময় ‘নাসিরের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘ছাত্রদলের কমিটি, মানি না মানবোন ‘সহ নানান স্লোগানে মিছিল বের করে পদবঞ্চিতরা।
মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পদবঞ্চিতরা। বিক্ষোভ সমাবেশে পদবঞ্চিত নেতাকর্মীরা বলেন, ‘ঘোষিত ছাত্রদলের কমিটিতে মূল্যায়ন পায়নি রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীরা। বরং কমিটিতে স্থান পেয়েছে ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ীরা। অতিদ্রুত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হচ্ছে। এ ছাড়াও ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্রদের দিয়ে কমিটি দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরের সন্তান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করা হচ্ছে। ’
আজ সকালে পদত্যাগ করেছেন সরকারি মুজিব কলেজ ছাত্রদলের কমিটির সহসভাপতি মারুফ হাসান রিফাত, সহসভাপতি তানভীর হোসেন ফুয়াদ, কাজী এলাহী, সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় মজুমদার।
সরকারী মুজিব কলেজের সভাপতি পদপ্রত্যাশী পদবঞ্চিত মারুফ হোসেন রিফাত বলেন, ‘সরকারী মুজিব কলেজের আনুমোদিত কমিটির সভাপতি জহিরুল ইসলাম সাইমুন বিবাহিত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাবাব ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, সহ-সাংগঠনিক সম্পাদক উৎসব মজুমদারও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। এরকম অনেকেই আছেন ছাত্রলীগ নেতা, অছাত্র ও বিবাহিত। কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতাদের ভুল তথ্য দিয়ে অযোগ্য ব্যক্তিরা কমিটিতে স্থান পেয়েছে। কারও পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি নয়, আমরা যোগ্যদের দিয়ে কমিটি চাই। ’
বামনি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী পদবঞ্চিত শাকিব বলেন, ‘এ কমিটি অছাত্র ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িতদের পদ দেওয়া হয়েছে। আমরা এ কমিটি দ্রুত বাতিল চাই।’
উল্লেখ্য, গতকাল দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির বসুরহাট সরকারী মুজিব কলেজ, বসুরহাট ইসলামীয়া কামিল মাদ্রাসা,বামনি ডিগ্রি কলেজ,চৌধুরী হাট ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পুর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর গত রাত সাড়ে দশটায়ও বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিরা।