ইসরায়েলি শহরে বন্দুক হামলা, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ১৫:০২
শেয়ার :
ইসরায়েলি শহরে বন্দুক হামলা, আহত ২

ইসরায়েলে বন্দরনগরী হাইফার কাছে বন্দুক হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার এই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তি বেসামরিকদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পুলিশ ওই হামলাকারীকে গুলি করেছে। 

একজন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘আমি দেখলাম একজন লোক বন্দুক হাতে দৌঁড়াচ্ছেন এবং বেসামরিকদের ওপর গুলি করছেন। এরপর কয়েকজন বর্ডার গার্ড তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং হত্যা করে। ’

এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পুলিশ।