ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তারের তথ্য ‘ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা’
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন- গতকাল রবিবার মধ্যরাত থেকে এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এটি ‘ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা’ বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এক ক্ষুদে বার্তায় মঞ্জু নিজেই এ কথা জানান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি জানান, এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ ঠিক আছেন, তার গ্রেপ্তারের খবরটি সঠিক নয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এর আগে রবিবার দিবাগত রাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু এই ক্ষুদেবার্তা পাঠান।