মাদারীপুরে শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, ০৯:২৮
শেয়ার :
মাদারীপুরে শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে শ্রমিক দলের কমিটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শাকিল মুন্সি (৩০) নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন।গতকাল রবিবার রাতে শহরের পুরানবাজার কাটপট্টি ব্রীজ সংলগ্ন নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিল মুন্সি পৌর শহরের ২নং ওয়ার্ড এলাকার মোফাজ্জল মুন্সির ছেলে।তিনি জেলা শ্রমিক দলের নেতা ছিলেন।

ঘটনার প্রাথমিক বিবরণে জানা যায়, সম্প্রতি বিএনপির দলীয় পোস্ট পাওয়া না পাওয়া নিয়ে মতবিরোধ চলে আসছিল মাদারীপুর পৌরসভা ২নং ওয়ার্ডের নতুন মাদারীপুর ও পার্শ্ববর্তী বিসিক শিল্প নগরী এলাকার দু’পক্ষের মধ্যে।এদের এক পক্ষ সাবেক বিএনপি নেতা মরহুম সাইদ হাওলাদারের বংশের লোকজন এবং অপরপক্ষ সদ্য পদ পাওয়া মাদারীপুর পৌর শ্রমিক দলের সভাপতি লিটন হাওলাদারের সমর্থক।

এদিকে লিটন হাওলাদার স্থানীয় আওয়ামী লীগ নেতা শাজাহান খানের অনুসারী সাবেক কমিশনার আক্তার হাওলাদারের আপন ছোট ভাই ও আওয়ামী পরিবারের লোক। এ কারণে বিএনপিতে তার পদ পাওয়া নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা-সমালোচনা চালিয়ে যান প্রতিপক্ষ গ্রুপ।বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় টানটান উত্তেজনা চলমান থাকে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় জেল হাজতে থাকা সাবেক কমিশনার আক্তার হাওলাদারের মামলার শুনানি ছিল রবিবার।ধারণা করা হয়েছিল, এদিন কারাবন্দী আক্তার হাওলাদার জামিনে মুক্তি পাবেন। তাই তাকে বরণ করে এলাকায় নিয়ে আসতে আদালত চত্বরে হাজির হন তার সমর্থকেরা।

এদিকে এলাকায় আক্তার হাওলাদারের আগমনে বাধা দিতে সরব থাকেন তার প্রতিপক্ষ দল।একপর্যায়ে আক্তার হাওলাদারের জামিন নামঞ্জুর করেন আদালত।তবে আদালতে জড়ো হওয়া আক্তার হাওলাদার সমর্থকেরা এলাকায় প্রবেশ করলে রবিবার দুপুরে দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টাধাওয়াসহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।তবে সন্ধ্যার পরপরই পুনরায় সংঘর্ষে জড়ান দু’পক্ষ।এ সময় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।সংঘর্ষের একপর্যায়ে মরহুম সাইদ হাওলাদারের পক্ষের সমর্থক শাকিল মুন্সি (৩০) নামের একজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।পরে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার।

এদিকে হাসপাতালে শাকিল মুন্সির মৃত্যুর ঘটনা ছড়িয়ে পরলে সেখানে শতশত লোক জড়ো হতে থাকেন।এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন।একপর্যায়ে শাকিল হত্যার বিচারের দাবিতে রাতেই সড়কে একটি মিছিল বের করেন জেলা বিএনপি নেতাকর্মী ও নিহতের লোকজন।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।