‘আত্মহত্যা’ই করেন সুশান্ত

চূড়ান্ত প্রতিবেদন জমা

বিনোদন সময় প্রতিবেদক
২৪ মার্চ ২০২৫, ০০:০০
শেয়ার :
‘আত্মহত্যা’ই করেন সুশান্ত

২০২০ সালের ১৪ জুন হুট করেই খবর এলো প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। হত্যা নাকি আত্মহত্যা- সুশান্তের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছিল না গত পাঁচ বছর ধরে। দীর্ঘ তদন্ত সূত্রে নাম জড়িয়েছিল একাধিক বলিউড তারকার।

অভিনেতার বোনসহ তার শুভাকাক্সক্ষীরা দাবি করেন-হত্যা করা হয়েছিল এই তারকাকে। এবার সিবিআইয়ের তদন্তে জট খুলল মৃত্যুর রহস্য। জানা গেল, হত্যা নয়, আত্মহত্যাই করেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২২ মার্চ মুম্বাইয়ের আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এতে দাবি করা হয়, পরিবারের অভিযোগের সত্যতা খুঁজে পায়নি সিবিআই। সুশান্ত আত্মহত্যা করেছিলেন বলেই উল্লেখ করেছে তদন্তকারী সংস্থাটি।