ঈদযাত্রায় বিমান টিকিটের ৮০% বিক্রি হয়ে গেছে

গোলাম সাত্তার রনি
২৪ মার্চ ২০২৫, ০০:০০
শেয়ার :
ঈদযাত্রায় বিমান টিকিটের ৮০% বিক্রি হয়ে গেছে

আকাশপথে অভ্যন্তরীণ রুটে টিকিটের চাহিদা দিন দিন বাড়ছে। ঈদকে কেন্দ্র করে এই চাহিদা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সাধারণত ঈদে সড়কপথে ভোগান্তির শেষ থাকে না। তাই অনেকেই ভোগান্তি এড়াতে আকাশপথকে বেছে নিচ্ছেন। এয়ারলাইনসগুলো চাহিদার কথা মাথায় রেখে অতিরিক্ত ফ্লাইট যুক্ত করলেও নানা কারণে অভ্যন্তরীণ রুটে যাত্রীসংখ্যা কমে যাচ্ছে।

এয়ারলাইনসগুলোর তথ্যমতে, ঈদকে কেন্দ্র করে সৈয়দপুর, যশোর এবং ঈদের পরে কক্সবাজার রুটে টিকিটের চাহিদা বেশি। ইতোমধ্যে এসব রুটের ৮০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে ঈদযাত্রায় বিমানের টিকিট এখন ‘সোনার হরিণ’। তবে এবারের টিকিট চাহিদা গত বছরের তুলনায় বেশি নয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির কারণে বিমানের টিকিটের দাম বেড়েছে। অন্যদিকে, দেশের সড়ক ও রেল যোগাযোগব্যবস্থার উন্নতির ফলে অনেকেই আকাশপথের পরিবর্তে সড়ক ও রেলপথ বেছে নিচ্ছেন। যমুনা রেলসেতু ও পদ্মা সেতু চালু হওয়ায় বরিশালসহ কয়েকটি রুটে ফ্লাইট সংখ্যা কমেছে। এসব কারণেই অভ্যন্তরীণ রুটে যাত্রীসংখ্যা কিছুটা কমেছে।

বাড়তি চাহিদা সামাল দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঈদের ছুটিকে সামনে রেখে ১৩টি অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর এবং ঢাকা-বরিশাল রুটে এসব ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া এয়ার অ্যাস্ট্রা সৈয়দপুর ও কক্সবাজার রুটে অতিরিক্ত ফ্লাইট যুক্ত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, ঈদের সময় অনেকেই সড়কপথের ভোগান্তি এড়াতে আকাশপথ বেছে নেন। যাত্রীদের চাহিদার ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৩টি বিশেষ ফ্লাইট চালু করেছে। যাত্রীরা বিমানের সেলস সেন্টার, ওয়েবসাইট, কল সেন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, তাদের নিয়মিত ফ্লাইট সংখ্যা বেশি থাকায় ঈদে নতুন করে কোনো ফ্লাইট বাড়ানো হয়নি। যমুনা রেলসেতু ও সড়ক যোগাযোগ উন্নতির কারণে অনেক যাত্রী সড়কপথ বেছে নিচ্ছেন। ফলে ঢাকা-বরিশাল রুটে বিমান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম বলেন, ঈদে সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকিটের চাহিদা বেশি থাকে। আশা করা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যাবে।

এয়ার অ্যাস্ট্রার উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) সাকিব হাসান শুভ জানান, ঈদযাত্রীদের কথা মাথায় রেখে এয়ার অ্যাস্ট্রা সৈয়দপুর রুটে ২টি এবং ঈদের পর কক্সবাজার রুটে ৩টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। বর্তমানে ঈদের আগের ৮০ শতাংশ এবং ঈদের পর কক্সবাজার রুটের ৯০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।

ইউএস-বাংলা এয়ারলাইনস ৯টি দেশের ১১টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে। মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ঈদের ছুটিতে আন্তর্জাতিক রুটে টিকিট বিক্রি স্বাভাবিক রয়েছে। তবে ভারতীয় পর্যটন ভিসা বন্ধ থাকায় থাইল্যান্ড ও মালদ্বীপে পর্যটকদের চাপ বেশি দেখা যাচ্ছে।