বাবাকে খুন করে হার্ট অ্যাটাকে মারা গেল ঘাতক পুত্র

শরীয়তপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ২২:৪৬
শেয়ার :
বাবাকে খুন করে হার্ট অ্যাটাকে মারা গেল ঘাতক পুত্র

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ছেলের এলোপাতাড়ি কোপে মকবুল হোসেন মোল্লা (৫৫) নামে এক বাবা নিহত হয়েছেন। একই ঘটনায় হার্ট অ্যাটাকে ঘাতকপুত্র ছেলে রুবেল মোল্লাও (৩২) মারা গেছেন।

আজ রবিবার রাতে উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দির মৃত আব্দুল হামিদের ছেলে মকবুল হোসেন মোল্লা এবং মকবুল হোসেন মোল্লার ছেলে রুবেল মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ইফতারের পর বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে রুবেল মোল্লা তার বাবা মকবুল হোসেন মোল্লাকে এলোপাতাড়ি কোপে গুরুতর আহত করেন। গুরুতর আহত মকবুল হোসেন মোল্লাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর বাড়ির আনুমানিক ২০০ গজ দূরে ছেলের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, বাবাকে হত্যার পর হার্ট অ্যাটাকে ঘাতকপুত্রের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘সন্ধ্যায় মোক্তারের চরে পারিবারিক কলহের কারণে ছেলেটি তার বাবাকে এলোপাতাড়ি কোপে হত্যা করেছেন। হত্যার পর ছেলেটি পালিয়ে যাওয়ার সময় মাঠে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযোগের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’