সোমালিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত, সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ২১:২২
শেয়ার :
সোমালিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত, সবাই নিহত

আফ্রিকার দেশ সোমালিয়ায় কেনিয়া-নিবন্ধিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা পাঁচজনই নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় দেশটির রাজধানী মোগাদিসুর কাছে এই বিধ্বস্তের ঘটনা ঘটে।  

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৪ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। 

সোমালিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এসসিএএ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বিধ্বস্ত বিমানটি ছিল ডিএইসচি-ফাইভডি বাফেলো মডেলের এবং এর নিবন্ধন নম্বর ছিল ফাইভওয়াই-আরবিএ। এটি ছিল ট্রাইডেন্ট এভিয়েশন লিমিটেড পরিচালিত একটি কার্গো বিমান।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিমানটিতে পাঁচজন যাত্রী ছিলেন এবং সবাই নিহত হয়েছেন। বিমানটি ধোবলি থেকে উড্ডয়ন করে মোগাদিসুর আদেন আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল’।