জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বিআইএ’র প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর একটি প্রতিনিধি দল নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ রবিবার ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসে সাক্ষাৎ করেন। বিআইএ-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এ কে এম মোয়াজ্জেম হুসাইন প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।
বিআইএ-এর আজীবন পৃষ্ঠপোষক ও অনারারি সিইও মাসুদ করিম সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে পরিচালিত কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
তিনি বলেন, জাপান বাংলাদেশের বন্ধুসুলভ একটি দেশ এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ২০২২ সালে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করে।
তিনি আরও বলেন, ‘ইকেবানার পাশাপাশি আমরা ভবিষ্যতেও এই দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার জন্য গভীর করতে কাজ করে যাব।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মাসুদ করিমের নেতৃত্বে আগামী ১৫ থেকে ২৬ মে ২০২৫ পর্যন্ত বিআইএ-এর ৮ সদস্যের এক প্রতিনিধি দল জাপান সফর করবেন।
সফরকালে, বিআইএ সদস্যরা ১৮ মে টোকিওতে এনপিও তাকাশিমাদাইরা অ্যাক্ট-এর সহযোগিতায় এবং বাংলাদেশের বন্ধু ইয়োশিনারি কাটসুও ও তার সংগঠনের সহায়তায় একটি ইকেবানা কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করবে।
এছাড়াও, প্রতিনিধি দল টোকিওর ইতাবাশি সিটির মেয়রের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ পাবেন।
দলটি জাপানের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি আরও গভীরভাবে অনুধাবন করতে হিরোশিমা, নারা এবং কিয়োতোহ বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এই সফরের লক্ষ্য হলো সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করা।
বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরীন মেহেদী চৌধুরী বলেন, ‘আমরা সবসময় বাংলাদেশে আমাদের ইকেবানা কার্যক্রমে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করি।’
রাষ্ট্রদূত আশ্বস্ত করেন যে, বাংলাদেশে বিআইএ-এর সকল কার্যক্রমে জাপান দূতাবাস যথাসম্ভব সহায়তা প্রদান করবে।