আজ জনসমক্ষে আসতে পারেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১৬:০০
শেয়ার :
আজ জনসমক্ষে আসতে পারেন পোপ

প্রায় পাঁচ সপ্তাহ পর জনসম্মুক্ষে আসতে পারেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আজ রবিবার ভ্যাটিকানে আর জনসম্মুক্ষে আসার কথা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন পোপ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

৮৮ বছর বয়সী বেশ কিছুদিন ধরেই বেশ অসুস্থ। ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি পোপ হাসপাতালে ভর্তি হন। এরপর প্রায় এক মাস ধরে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে এখন অনেকটাই সুস্থ তিনি। 

গতকাল শনিবার ভ্যাটিকান জানিয়েছে, ‘অ্যাঞ্জেলাসের প্রার্থনার পর রোমের জেমেলি হাসপাতাল থেকে হাত নাড়িয়ে আশীর্বাদ করার ইচ্ছা পোষণ করেছেন পোপ ফ্রান্সিস।’

চিকিৎসকেরা জানান, পোপ এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ। চিকিৎসকদের মতে, পোপের ক্রমশ শারীরিক উন্নতি হচ্ছে। এমন চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। 

তবে এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। পরিস্থিতি কোনদিকে যাচ্ছে, তা দেখেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।