‘আনন্দমেলা’য় রুনা লায়লা
বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় গত বছর প্রথম গান গেয়েছিলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ঈদের ওই আয়োজনে নন্দিত এই শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এই প্রজন্মের আরও চার শিল্পী- দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, জানিতা আহমেদ ঝিলিক ও সাব্বির জামান। এটি শ্রোতারা বেশ পছন্দ করেছিলেন।
জানা গেছে, আসন্ন ঈদ আয়োজনেও থাকছে রুনা লায়লার গান। আর এবার ‘ঈদ আনন্দমেলা’য় একাই গাইবেন। তার কণ্ঠে শোনা যাবে ‘শিল্পী আমি তোমাদের গান শোনাবো’ গানটি। আগামীকাল সোমবার বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে ‘আনন্দমেলা’র শুটিংয়ে অংশ নেবেন কিংবদন্তি এই গায়িক।
আরও জানা গেছে, রুনা লায়লার পাশাপাশি এবারের ‘আনন্দমেলা’য় আরও অনেক তারকা হাজির হবেন। অনুষ্ঠান উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর আগে, ২০১৮ সালে আনন্দমেলা উপস্থাপনা করেন নাবিলা। ওই সময় তার সঙ্গে ছিলেন সজল নূর। ৫০ মিনিটের অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস, মো. হাসান রিয়াদ ও মোহাম্মদ মনিরুল হাসান। এটি প্রচার হবে ঈদের দিন রাতে।
‘আনন্দমেলা’ প্রসঙ্গে মোহাম্মদ মনিরুল হাসান বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা বর্ণিল হবে। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে আনন্দমেলায় বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতির। এবারের আয়োজনে বড় চমক রুনা লায়লা। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফিরেই শুটিংয়ে অংশ নেবেন। তার উপস্থিতি আয়োজনকে আলোকিত করবে। চেষ্টা করেছি দর্শক প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে। আশা করছি, তারকাবহুল আনন্দমেলা দর্শকের মন ভরাবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট