ঢামেক হাসপাতালে এক কারাবন্দীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. হাফিজুর রহমান (৪২) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে তার মৃত্যু হয়।
মৃত হাফিজুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বৈদ্বপুর গ্রামের আলিম উদ্দিন শেখের ছেলে। তিনি একটি হত্যা মামলায় বন্দি ছিলেন।
পুলিশ জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী শরীফসহ কয়েকজন কারারক্ষী তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?