ইসরায়েলে থাকা মার্কিনিদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত সপ্তাহ থেকে ইসরায়েলের চালানো নিরলস হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি।
এর জবাবে ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। এ অবস্থায় ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
আজ রবিবার সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে।।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে বসবাসকারী আমেরিকানদের সতর্ক থাকার এবং বৃহৎ বিক্ষোভ ও রকেট হামলার সতর্কতাসহ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
দূতাবাস জানিয়েছে, মার্কিন নাগরিকদের বৃহৎ সমাবেশ এড়িয়ে চলা উচিত এবং নিকটতম আশ্রয়স্থলের অবস্থান জানা উচিত।
উল্লেখ্য, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের কারণে গত সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকবার রকেট সাইরেন এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। নতুন করে স্থল ও আকাশপথে ইসরায়েলের হামলায় অসংখ্য সাধারণ নাগরিকের প্রাণহানি ঘটে। এ প্রাণহানির প্রতিশোধ নিতেই গত বৃহস্পতিবার হামাস এই হামলা চালায়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন কয়েক ডজন রকেট লঞ্চার এবং একটি কমান্ড সেন্টারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা।
মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হিজবুল্লাহর মিত্র হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন করে অভিযান শুরু করার পর শনিবার ইসরায়েল-লেবাননে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে চলেছে। এরপর থেকেই ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস