গহীন পাহাড় থেকে উদ্ধার করা যুবক হাসপাতালে মারা গেছেন

কক্সবাজার প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ১০:৫৬
শেয়ার :
গহীন পাহাড় থেকে উদ্ধার করা যুবক হাসপাতালে মারা গেছেন

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অপহরণকারীদের আস্তানা থেকে মুমূর্ষ অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে নৌবাহিনী। উদ্ধার হওয়া যুবক টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার আবুল কালামের ছেলে মো. রাসেল (২৫)। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন তিনি মারা যান।

গতকাল শনিবার বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া হলিউড পাহাড় নামক স্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী জানতে পারে মো. রাসেলকে একদল দুষ্কৃতকারী অপহরণ করে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার গহীন পাহাড়ে তাদের আস্তানায় জিম্মি করে রেখেছে। আস্তানায় নিয়ে অপহরণকারীরা তাকে বেদম মারধর করে। এমন সংবাদে নৌবাহিনীর কন্টিনজেন্ট টেকনাফের একটি দল শনিবার বিকেলে অভিযান পরিচালনা করে। পরে মুমূর্ষ অবস্থায় রাসেলকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় চিকিৎসাধীন রাসেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।