বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ১০:০৮
শেয়ার :
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মো. মাকসুদুল হক মাসুদ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর থানার দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় নিহত মাসুদ শিবপুর উপজেলার বন্যার বাজার হরিহরদী গ্রামের আব্দুল গফুর মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।