আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ রবিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
‘মিডিয়া ইন দ্য এজ অব মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন: চ্যালেঞ্জেস, রেসপনসিবিলিটিজ অ্যান্ড দ্য পাথ ফরোয়ার্ড ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রোববার দুপুর আড়াইটায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে এটি অনুষ্ঠিত হবে। এতে আলোচনা করবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
শিল্প উপদেষ্টার কর্মসূচি
বাংলাদেশের অর্থনীতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএম) শিল্পের ভূমিকা: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার এবং বিসিক ঈদ মেলা-২০২৫ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। রোববার সকাল ১০টায় বিসিক প্রধান কার্যালয়ে এটি অনুষ্ঠিত হবে।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
রবিবার বিকাল ৩টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বিএনপির কর্মসূচি
স্বাধীনতা মাস ও ২২তম রোজা মোবারকে জাতীয়তাবাদী সমমনা জোট ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় পুরানা পল্টন ফারস হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এর প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিকাল সাড়ে ৪টায় ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
দুপুর সাড়ে ১২টায় জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির সংস্কার প্রতিবেদন হস্তান্তর করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দল এ প্রতিবেদন জমা দিবেন।
রুহুল কবির রিজভীর কর্মসূচি
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
রবিবার বেলা সাড়ে ৩টায় ধানমন্ডি ক্লাব লিমিটেডে বাংলাদেশ লয়ার্স অ্যালায়েন্স বিএলএর উদ্যোগে ইফতার মাহফিল ও সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এনসিপির কর্মসূচি
রবিবার দুপুর ২টায় এনসিপির সংস্কার সমন্বয় কমিটি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সুপারিশমালার স্প্রেডশিট জমা দেবে। সংস্কার সমন্বয় কমিটির পক্ষ থেকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত থাকবেন।
এনডিএম এর কর্মসূচি
রবিবার বেলা ১১টায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর ছাত্র সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উদ্যোগে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মোমিনুল আমিন। এনডিএম ঢাকা মহানগর কার্যালয়ের সামনে এটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মসূচি
পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধার ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জনবিরোধী ও প্রকৃতিবিধ্বংসী ফ্লাইওভার বাতিলের দাবিতে প্রতিপাদ্যে অবস্থান কর্মসূচির ১০০তম দিনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার সকাল সাড়ে ১০টায় প্ল্যানার্স টাওয়ারের বিআইপি কনফারেন্স হল ‘পান্থকুঞ্জ বাঁচাও, হাতিরঝিল বাঁচাও’ প্রতিপাদ্যে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।