সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল ঈদ উপহার
শিক্ষার্থীদের মাঝে অনুদান ও ঈদবস্ত্র বিতরণ করছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। ছবি: আমাদের সময়
ঝালকাঠিতে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও ঈদ বস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসক। আজ শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে ৩৬ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদানে চেক ও ৭০জন শিক্ষার্থীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
আর্থিক অনুদান ও নতুন পোশাক পেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ঈদের আগেই ঈদ আনন্দে মেতে ওঠে। তারা জানায় যে, নতুন পোশাক পেয়ে অনেক খুশি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি মহিলা ক্লাব সভানেত্রী মাহফুজা খানম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, জেলা জজ আদালতের এপিপি মুন্সি রেজাউল হক আজিম।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের মান উন্নয়নে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। এদেরকে অবহেলা না করে এদের কাছাকাছি রেখে স্বাভাবিক জীবনে ফেরাতে তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। সরকারের পাশাপাশি সমাজের ভিত্তবান ব্যক্তিদের পাশে দাঁড়াতে হবে।
এ সময় তিনি জানান, বিদ্যালয়টি এমপিওভূক্তি করতে তিনি সর্বোচ্চা চেষ্টা করবেন।