ইউরোপের সবচেয়ে ধনী রাজা কে
বিশ্বে এখন আর রাজতন্ত্র নেই বললেই চলে। অনেক দেশে রাজা থাকলেও তা আলঙ্করিক পদেই সীমাবদ্ধ। ইউরোপের একাধিক দেশে এখনও রাজতন্ত্র রয়েছে। খুব বেশি নির্বাহী ক্ষমতা না থাকলেও তাদের মধ্যে কেউ কেউ অনেক ধনী। আর ইউরোপের শীর্ষ রাজ সদস্য যুক্তরাজ্য কিংবা স্পেনের রাজা নন, বরং অন্য একটি দেশের।
প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, ইউরোপের সবচেয়ে ধনী রাজা লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক হেনরি। তার সম্পদের পরিমাণ ৪০০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় ৪০ হাজার কোটি টাকারও বেশি।
আকারে লুক্সেমবার্গ ইউরোপের সপ্তম ক্ষুদ্রতম দেশ। তবে সম্পদে ব্রিটিশ রাজা চার্লসের চেয়েও বিত্তশালী এখানকার গ্র্যান্ড ডিউক হেনরি। ৬৯ বছর বয়সী এই রাজার পরিবার বছরে মাত্র ১ কোটি ১০ লাখ ডলার খাজনা পান। অন্যদিকে ব্রিটিশ রাজপরিবার গত তিন বছরে পেয়েছে ১১ কোটি ১০ লাখ ডলার।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তবে গ্র্যান্ড ডিউকের রিয়েল এস্টেট, অনন্য অলঙ্কার, প্রচুর জমি ও ব্যক্তিগত সম্পদ রয়েছে।
লুক্সেমবার্গকে একটি ‘পূর্ণ গণতন্ত্র’ হিসাবে বর্ণনা করা হয়, যেখানে একজন সাংবিধানিক রাজার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র রয়েছে। নির্বাহী ক্ষমতা গ্র্যান্ড ডিউক এবং মন্ত্রিসভা দ্বারা প্রয়োগ করা হয়, যা অন্যান্য মন্ত্রীদের নিয়ে গঠিত। ৭ অক্টোবর, ২০০০ সাল থেকে দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন হেনরি। ২০২৪ সালে বড়দিনে দেওয়া ভাষণে ঘোষণা করেছিলেন যে তিনি তার নিজের সিংহাসনে আরোহণের ২৫তম বার্ষিকীর কয়েকদিন আগে তার ছেলের পক্ষে সিংহাসন ত্যাগ করবেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস