চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১৪:৪৬
শেয়ার :
চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বহুল আলোচিত চাচা- ভাতিজা হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। 

গতকাল শুক্রবার সকালে তাদের রায়গঞ্জে উপজেলার বৈকন্ঠপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন থানাধীন বৈকন্ঠপুর এলাকার সুরুজ্জামান শেখের ছেলে মো. রবিউল ইসলাম, মো. আব্দুল মালেক সরকারের ছেলে মো. আবু হানিফ এবং আব্দুর রাজ্জাক শেখের ছেলে ফেরদৌস শেখ। তাদের সবার বাড়ি বৈকন্ঠপুর গ্রামে। 

আজ শনিবার দুপুরে র‍্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ,গত রবিবার, ১৬ মার্চ রাতে বৈকন্ঠপুর এলাকা হতে মো. রিয়াজ উদ্দিন শেখ (২১) ও মো. হৃদয় শেখ (১৮) বৈকন্ঠপুর থেকে নিখোঁজ হন। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

তবে, নিখোঁজের ৪ দিন পর অর্থাৎ ২০ মার্চ বিকেলে স্থানীয়রা ভেড়াদহ বেইলী ব্রীজের কাঁদা পানির কচুরিপানার মধ্যে চাচা ভাতিজার মরদেহ দেখতে পান। প্রশাসনকে খবর দিলে পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ নিয়ে সিরাজগঞ্জসহ সারা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে এর পরদিন সকালে র‍্যাব-১২ বৈকন্ঠপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।