কেন্দুয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় মোটরসাইকেল ও নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার গড়াডোবা ইউপির ওয়াই দক্ষিনণপাড়া গ্রামের সেনা সদস্য আরিফুজ্জামানের বাড়ির কাচারিঘরের সিঁদ কেটে ঘরে ঢুকে রক্ষিত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যান দুর্বৃত্তরা। এমনই অভিযোগ উঠেছে তার পরিবারের পক্ষ থেকে। এতে ঘরের আসবাবপত্রসহ বহু মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় ঘরে সিঁদকাটার আলামত দেখতে পাওয়া যায় বলে গ্রামবাসী জানান।
অপর দিকে শুক্রবার গভীর রাতে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামের সোহাগ মিয়ার বসতঘরে আগুন লেগে পুড়ে ভস্মিভূত হয় বসতঘরসহ রান্নাঘর।
সূত্র জানায়, সোহাগ মিয়ার বসতঘরে রক্ষিত নগদ ২ লাখ ৪ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।