বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
বিগত কয়েক দিন ধরেই ঢাকা বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায় সব সময়ই শীর্ষ ১০-এ অবস্থান করেছে। আজ শনিবারও ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা।
আজ সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২২৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একিউআই অনুযায়ী, বায়ুদূষণে শীর্ষ ৫-এ থাকা শহরগুলো হলো যথাক্রমে-পাকিস্তানের লাহোর (১৯১), ভারতের দিল্লি (১৮৩), থাইল্যান্ডের চিয়াং মাই (১৭৪) ও ভিয়েতনামের হ্যানয় (১৫৭)।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস ‘দুর্যোগপূর্ণ’।