চাপ নয়, অন্যরকম এক ভালো লাগা কাজ করছে
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। প্রশংসা পেয়েছেন সিনেমায় কাজ করেও। আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। তারই অংশ হিসেবে সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমার গান ‘কন্যা’, যা ইতোমধ্যে দর্শকের মাঝে সাড়া ফেলেছে। সিনেমা নিয়ে প্রত্যাশা ও অন্যান্য ভাবনা নিয়ে কথা হয় সজলের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- জাহিদ ভূঁইয়া
ঈদের আগেই উৎসবের আমেজ নিয়ে হাজির হয়েছেন। ‘কন্যা’ গানটি নিয়ে দর্শকের পাশাপাশি অনেক তারকাই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। সব মিলিয়ে কেমন লাগছে?
এককথায় অসাধারণ। সবার এত এত ভালোবাসা পাচ্ছি, শুটিংয়ের সময়কার সব কষ্ট সার্থক মনে হচ্ছে। অনেক দর্শক ফেসবুকে গানটি শেয়ার করে তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন। তবে সবচেয়ে আনন্দের দিক হলোÑ আমাদের ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীও গানটি নিয়ে প্রশংসার বাণী শুনিয়েছেন; যা অনেক বেশি অনুপ্রাণিত করেছে। ‘কন্যা’ এমন একটি গান হয়েছে, যা যে কোনো বাঙালি উৎসবে যেমন- ঈদ, ফাল্গুন, বৈশাখ, গায়েহলুদ, বিয়ে অথবা অন্যান্য অনুষ্ঠানে সবাই গাইতে পারবেন, নাচতে পারবেন, বাজাতে পারবেন। রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা।
শুটিংয়ে কষ্টের কথা বলছিলেন। বিষয়টি একটু খুলে বলবেন?
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বাগেরহাট ও খুলনায় ৫ দিন গানটির শুটিং করেছি। ওই সময়টায় বেশ অসুস্থ ছিলাম। প্রতিদিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ¦র ছিল। ডাক্তার একদম কথা বলতে নিষেধ করেছিলেন, এক সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছিলেন। কিন্তু শিডিউল যেহেতু আগে থেকে দেওয়া ছিল, তাই কাজটি শেষ করা ছাড়া কোনো অপশন ছিল না। ওই অবস্থাতেই শুটিংয়ে যাই এবং জ্বর নিয়েই গানে পারফর্ম করি। পুরো টিম অনেক বেশি সাপোর্ট করেছিল।
‘ জ্বীন’-এর প্রথম পর্বে ছিলেন। দ্বিতীয় পর্বে বিরতি দিয়ে আবার তৃতীয় পর্বে হাজির হচ্ছেন। কেমন ছিল সিনেমায় কাজের অভিজ্ঞতা?
সিনেমার আগের দুই পর্ব দর্শকের কাছ থেকে অভাবনীয় ভালোবাসা পেয়েছে, যে কারণে ‘জ্বীন ৩’ নিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এবারের গল্পটি যেহেতু একটু আলাদা, তাই পরিশ্রমের মাত্রাও ছিল অতিরিক্ত। সবাই অনেক আগ্রহ নিয়ে কাজটি করেছেন। অবশেষে কাজটি যখন সামনে আসছে, তখন সত্যিই ভালো লাগছে। সুমন নামের এক ছেলেকে নিয়ে সিনেমার গল্প। পুরোপুরি বাস্তব গল্প নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। গতবার একটি মেয়েকে (মোনা) নিয়ে তৈরি হয়েছিল। এবার একটি ছোট ছেলের গল্প দেখা যাবে। আশপাশের চেনাজানা বাস্তব জ্বীনের গল্প থাকছে নতুন সিনেমায়। আমার সহশিল্পী হিসেবে থাকছেন নুসরাত ফারিয়া।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। কোনো চাপ অনুভব করছেন?
চাপ নয়, অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। অনেকগুলো ভালো সিনেমা প্রেক্ষাগৃহে আসছে ঈদে। শাকিব ভাই, নিশো, সিয়াম প্রত্যেকেই আমার প্রিয়। তাদের সিনেমার টিজারগুলো দেখেছি, যেগুলো চমৎকার হয়েছে। সব মিলিয়ে মনে হচ্ছে, একটা জমজমাট ঈদ হবে। তবে কারও সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাই না। প্রতিযোগিতা করব নিজের সঙ্গে। কতটা ছাড়িয়ে যেতে পারব, সেই চিন্তাই করছি। এটা আমার জন্য চ্যালেঞ্জিং। কারণ, আমি আরও ভালো করতে চাই। আর এটাও বলতে চাই যে, আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ‘জ্বীন’ সিনেমা (প্রথম পর্ব)। সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছি সিনেমাটি থেকে।
নাটকে ইদানীং কম দেখা যাচ্ছে। সিনেমা নিয়ে ব্যস্ততার কারণেই কি?
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
হ্যাঁ। সিনেমা নিয়েই এখন যত পরিকল্পনা। এমন কিছু গল্পের সিনেমায় কাজ করতে চাই, যেগুলো দর্শকের মনে দাগ কেটে থাকবে।