দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা গড়তে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ২১:১১
শেয়ার :
দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা গড়তে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না, আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না।

আজ শুক্রবার বিকেল ৪টায় ঝিনাইদহের শৈলকুপা কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচার আওয়ামী লীগের সময়েও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হালুয়া রুটির ভাগ পায়নি অথচ শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে জানিয়ে অ্যাটর্নি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছে।

তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে আরও বলেন, নিজের ভোট নিজে দিব এটা আমাদের অঙ্গীকার, দিনের ভোট রাতে করতে দিব না এটা আমাদের অঙ্গীকার, সেইসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে যে সব ছাত্র-জনতা জীবন দিয়েছেন তাদেরকে স্বরণ করতে হবে। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুল মজিদ। সরকারী কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ।