বিএনপি কর্মীকে হত্যা, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ১১:১০
শেয়ার :
বিএনপি কর্মীকে হত্যা, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

বিচার সালিশের কথা বলে ঝিনাইদহের মহেশপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে জাফর আলী (৫০) নামে এক বিএনপি কর্মীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় জামায়াত সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

গতকাল বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কাজিরবেড় ইউনিয়নের সামন্তা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জাফর ওই গ্রামের জবেদ আলীর ছেলে। তিনি বিএনপির কাজিরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য।

পুলিশ ও এলাকাবাসী জানান, গাছ কাটাকে কেন্দ্র করে বিএনপি কর্মী জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত নেতা আমিরুল ইসলাম মাতব্বরসহ কয়েকজনের বিরোধ চলছিল। বিরোধ নিষ্পতির জন্য রাত সাড়ে ৯টার দিকে জাফর আলীকে বাড়ি থেকে ডেকে ৫০ গজ দূরে বাক্কারের মোড় নামক স্থানে ডেকে আনা হয়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে আমিরুল ও আক্কাস আলীসহ কয়েকজন। ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন জাফর এবং কিছু সময় পর মারা যান।

ঘটনাস্থল থেকে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা আমাদের সময়কে বলেন, ‘রাতেই নিহত জাফর আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মহেশপুর থানায় আনা হয়েছে। গাছ কাটাকে কেন্দ্র করে তার সঙ্গে এক ব্যক্তির বিরোধ ছিল। তারা সম্পর্কে মামা ভাগ্নে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘নিহত জাফর বিএনপির সমর্থক ও হামলাকারীরা জামায়াত ইসলাম সমর্থক বলে তথ্য পাওয়া গেছে।’

এদিকে বিএনপি কর্মীকে হত্যার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ আমাদের সময়কে বলেন, ‘সালিশের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে বিএনপি কর্মী জাফর আলীকে হত্যা করেছে জামায়াত সমর্থকরা। হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার বিকাল ৩টায় মহেশপুর উপজেলার সামন্তা বাজারে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।’