কেন্দ্রীয় ৩ নেতাকে সতর্ক করতে মহানগর নেতাদের চিঠি
সাংগঠনিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করতে বিএনপির কেন্দ্রীয় কমিটির তিন নেতাকে চিঠি দিয়ে সতর্ক করেছে রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক কমিটি।
গত সোমবার রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত চিঠি ওই তিন নেতাকে দেওয়া হয়েছে।
আহ্বায়ক কমিটির ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এসব কর্মসূচিতে তারা অংশগ্রহণ করায় মহানগর বিএনপির শৃংখলা নষ্ট হচ্ছে। তবে মহানগর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের চিঠি দিয়ে সতর্ক করা নজিরবিহীন বলছেন অনেকে।
চিঠি পাওয়া নেতারা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং কেন্দ্রীয় কমিটির ত্রাণ পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
শফিকুল হক মিলনকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় গুরুত্বপূর্ণ পদে থাকার পরও তিনি মহানগর বিএনপিকে উপেক্ষা করে বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটিকে বাদ দিয়ে নিজস্বভাবে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করছেন। এতে সংগঠনের ঐক্য বিনষ্ট হচ্ছে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। এ কারণে তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুলকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, মহানগর বিএনপির অধীন কিছু ওয়ার্ডে কিছু ব্যক্তি দলীয় পদে না থেকেও মহানগর কমিটিকে উপেক্ষা করে বিতর্কিত কর্মসূচি পালন করছেন। এতে তাদের অংশগ্রহণ মহানগর বিএনপির শৃঙ্খলা বিঘ্নিত করছে। তাই ভবিষ্যতে এসব কর্মসূচিতে অংশ না নিতে তাদের সতর্ক করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট এরশাদ আলী ইশা জানান, ২০২১ সালে মহানগর কমিটি গঠনের পর থেকেই এই তিন নেতা বিভিন্নভাবে কমিটির কার্যক্রমে অসহযোগিতা করছেন। ফলে মহানগর বিএনপি দুটি ভাগে বিভক্ত হয়ে আলাদা কর্মসূচি পালন করছে।
তিনি বলেন, ‘আমরা কেন্দ্রের নির্দেশেই এই চিঠি পাঠিয়েছি। তারা চাইলেও মানতে পারেন, না মানলেও আমরা বিষয়টি কেন্দ্রকে জানাব। তারপর কেন্দ্রই পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুন অর রশিদ বলেন, ‘এসব জটিলতা নিরসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছিল। একাধিকবার আলোচনার পরও একই আচরণ অব্যাহত থাকায় কেন্দ্রের নির্দেশে তাদের সতর্ক করা হয়েছে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। মহানগর কমিটি আমাদের চিঠি দেওয়ার অধিকার নেই। তারা দলীয় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। কেন্দ্রীয় হাইকমান্ড নিশ্চয় বিষয়টি দেখবে।’
বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘তারা যেন মগের মুলুক পেয়ে গেছেন। কেন্দ্রীয় নেতাদের চিঠি দিয়ে সতর্ক করার এখতিয়ার তাদের নেই।’