গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে: নুর
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শেষ হয়নি, বরং এটি নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার দলটির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। ইফতার মাহফিলে কূটনীতিক, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
নুর বলেন, ‘এ বছরের ইফতার বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দীর্ঘদিনের দমন-পীড়নের শাসনের পতন হয়েছে। এটি শুধু উদযাপনের নয়, বরং অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার ও ভবিষ্যৎ গঠনের সময়। ’
গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণদের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের আত্মত্যাগ আমাদের পথ দেখাবে। আমরা সেই সব সাহসী তরুণদের স্মরণ করছি, যারা রক্ত ঝরিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছে।’
নুর আরও বলেন, ‘আমাদের উন্নয়ন সহযোগী দেশগুলো বিশেষ করে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, রাশিয়া ও জাতিসংঘের প্রতি কৃতজ্ঞ। যারা আমাদের ন্যায়ের লড়াইয়ে পাশে ছিল। ‘
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো অনেক দেরিতে বুঝতে পেরেছে যে বিগত সরকার ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকেছে।’
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২৫ সালের ডিসেম্বরের নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। আমরা চাই এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হোক, যাতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয়।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?