২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন নাহিদ ইসলাম
জুলাই বিপ্লবে শহিদের মেয়েকে ধর্ষণের ঘটনায় আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতাদের সরাসরি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ধর্ষনের শিকার ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতাল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘পটুয়াখালীর এ ঘটনা আমাদের জন্য দুঃখজনক। শুধু পটুয়াখালীর ঘটনা নয় এর আগে আছিয়ার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণের মতো ঘটনা আমাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পটুয়াখালীর আমাদের যে ভুক্তভোগী সে শহিদ পরিবারের সদস্য। শহিদ পরিবারের সদস্য হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের বোনের পক্ষ থেকে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চাচ্ছি। শুধু এ ঘটনা নয়-এ ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে আমরা চাই সেটা যেন দ্রুত বাস্তবায়ন হয়।’
তিনি আরও বলেন,‘সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা যাতে নিয়ন্ত্রণে আসে এবং আমরা পুরোপুরি বন্ধ করতে পারি। পটুয়াখালীর ঘটনায় ২ জন আসামির একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপর আসামিকে গ্রেপ্তার করতে হবে। যদি তা না হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি রাজপথে এর প্রতিবাদ জানাবে। ’
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের এনসিপির ডাক্তাররা ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। তার চিকিৎসার বিষয়ে আমরা খোঁজখবর রাখছি। পবিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। ওর পড়াশুনাসহ সকল বিষয়ে জাতীয় নাগরিক পার্টি পাশে থাকবে। ’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আশা করব সরকার এই পরিবারের পাশে এসে দাড়াবে। এ ঘটনার মধ্য দিয়ে একটা বিষয় সামনের দিকে এসেছে তা হলো সারাদেশে যেসকল শহিদ পরিবার রয়েছে তারা এক ধরনের রাজনৈতিক এবং সামাজিক অনিরাপত্তা মধ্যে দিয়ে যাচ্ছে কিনা তা খুঁজে দেখতে হবে। সরকারকে দেশের সকল নাগরিকদের জন্য যেমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে তেমনি এসব পরিবারকেও নিরাপত্তা দিতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে। ’
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ,যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সংগঠক ডা. মাহমুদা মিতুসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন।